Print Date & Time : 6 July 2025 Sunday 4:12 am

বিএনপি নেতা তোতার মৃত্যুতে শোক

মিরপুর (কুষ্টিয়া) অফিস: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। রোববার এক শোক বার্তায় অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি নিবেদিত প্রাণ ছিলেন।আমি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

দৈনিক দেশতথ্য//এল//