আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি প্রতিষ্ঠা হয়ে ছিল একটা অসাংবিধানিক পন্থায়। অবৈধ পন্থায়। তাদের রাজনীতি মিথ্যাচার দিয়ে। তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। তারা সব সময় অবৈধ পন্থায় বা অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছে। যার ফলে দেখা গেছে এ দেশের উন্নয়ন ব্যহত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, তারা হরতাল জ্বালাও পোড়াও অগ্নি সংযোগ করে দেশকে অস্থিতিশী করার চেষ্টা করেছে। সেগুলোতে ব্যর্থ হয়ে জণবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বিএনপি নির্বাচন কমিশন নিয়ে মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে যখন আমাদের মহামান্য পাষ্ট্রপতি সংলাপের আহবান জানালো সার্চ কমিটি গঠনের জন্য। তখন তারা বললো- নির্বাচন কমিশন গঠন আইন চাই।
নানান সময় নানান মিথ্যাচার করা এই দলটির মূল কাজ। সে জন্য বিএনপির অপপ্রচার নিয়ে এই দেশের জনগণ আর ভাবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কিছুদিন আগে তারা বেগম খালেদার জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করেছে। মিথ্যাচার করেছে। তারা বললেন- খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিদেশে না পাঠালে তার বাঁচার কোন সম্ভাবনা নেই। কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশেই চিকিৎসায় সুস্থ হয়ে এখন বাসায় ফিরেছেন। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় বিএনপি নেতারা সব সময় মিথ্যাচার করেছেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

Discussion about this post