Print Date & Time : 5 May 2025 Monday 3:30 pm

বিএনপি বিদেশী শক্তির ক্রিয়ানক হিসাবে কাজ করছে : হানিফ

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার মূল ক্রীড়ানক হিসেবে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে বিএনপি এই মুহূর্তে বিদেশী শক্তির ক্রিয়ানক হিসাবে কোন দুরর্ভিসন্ধিতে লিপ্ত রয়েছে। সেই সাথে বিএনপি নির্বাচনে কখনোই বিশ্বাসী নয় তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির কাছে কাল্পনিক মনে হয়।

মঙ্গলবার ( ৩ অক্টোবর ) সকাল ১১ টায় কুষ্টিয়ায় এডুকেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক শিক্ষার্থীর সমাবেশে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী সেই হিসেবে তিনি সু চিকিৎসা নিয়ে সুস্থ হোক এটা আমরা চাই এবং সেই কারণে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসক যারা আছেন তারা যদি মনে করেন বিদেশে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন আছে, যেহেতু বেগম খালেদা জিয়া দন্ড প্রাপ্ত আসামী সেই হিসাবে তাকে আইনে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। জাতি খুব দুর ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছে যে বিএনপি তারা প্রতিদিনই প্রায় সভা সমাবেশ করে বেগম খালেদা জিয়ার অসুস্থ নিয়ে রাজনীতি করছে। কিন্তু তার চিকিৎসার জন্য যে আইনি প্রক্রিয়া আছে সেটার মধ্যে যাচ্ছে না, এতে জাতির মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয় যে বিএনপি আসলে খালেদা জিয়ার অসুস্থ নিয়ে রাজনীতি করতে চাই চিকিৎসা না, তারা ধরেই নিয়েছে খালেদা জিয়ার অসুস্থ নিয়ে রাজনীতি করলে ফায়দা পাওয়া যাবে। সে কারণে তাদের এই প্রক্রিয়া। তা না হলে তারা এতদিন আইনের দৌরগড়াই যেত আইনি প্রক্রিয়ার মধ্যে গেলে হয়তো একটা সমাধান আসতো।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল সহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ অক্টোবর ২০২৩