Print Date & Time : 23 August 2025 Saturday 12:46 pm

বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়। সত্যদিয়ে তাদেরকে পরাজিত করতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা বিএনপির পছন্দ। এই প্রজন্ম আপনাদেরকে বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না।

পরশ বলেন, বিএনপি সোজা ক্ষমতায় যেতে চায়। তারা ইস্যুভিত্তিক রাজনীতি করে না। বিএনপি নেতারা বলে দেশের জনগণ নাকি তাদের সাথে। কিন্তু দেশের জনগণ আমাদের সাথে রয়েছে। প্রমাণ করতে হবে দেশের জনগণ কাদের সাথে হবে।
শুধু তর্ক করলে হবেনা। নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে দেশের জনগণ কারসাথে।
সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি।
প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান।
সম্মেলনে সভাপতিত্ব করছেন, খুলনা জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।

অনুষ্ঠান পরিচালনা করছেন, নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//