শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক মোঃ লিটন মিয়া (১৯) ভারতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা গেছে।পরিবারের স্বজনদের দাবি তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে ফ্লাগ মিটিং হবে বলে প্রস্তুতি চলছে।
সীমান্ত গ্রামবাসী সূত্রে জানা গেছে, জেলার আদিতমারী উপজেলার ১৫ বিজিবি ব্যাটেলিয়ান আওতাধীন দুর্গাপুর সীমান্ত পিলার নাম্বার ৯২৩ এর ১০০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশী গতকাল মঙ্গলবার ভোরে বৃষ্টি বাদলের সুযোগে চোরাকারবারির উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে ছিল। এসময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটেলিয়ান রারথার ক্যাম্পের টহল তাদের দেখতে পেয়ে এলোপাতারি গুলিছুঁড়ে । এসময় গরু পাচারের রাখাল লিটন মিয়া(১৯) আহত হয়।
সে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোঃ মোকছেদুল ইসলামের পুত্র। গুলিবিদ্ধ লিটন মিয়াকে বিএসএফের হেফাজতে নেয়। তার উপর করা হয় নির্মম পৈশাচিক নির্যাতন। পরে তাকে অর্ধমৃত ও সজ্ঞাহীন অবস্থায় ভারতের শিয়ালদহ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদিকে লিটনের পরিবারের দাবি হতভাগ্য লিটন কে নির্যাতন নিপীড়ন করে মেরে ফেলেছে বিএসএফ। হাসপাতালে ভর্তি করাটা ছিল আইওয়াশ ( নাটক)।
স্থায়ী সূত্রে জানা গেছে, দূর্গাপুর সীমান্তে কোন কাটাতারের বেড়া নেই। বাংলাদেশী ও ভারতীয়রা হরহামেশায় দুই দেশে যাতায়াত করে থাকে। এই সীমান্তে প্রতিনিয়ত ভারতীয়রা দূর্গাপুর ও মোগলহাটে হাট বাজার করতে আসে। ভারতীরা তাদের কৃষিপণ্য বাংলাদেশের স্থানীয় বাজারে বিক্রি করে থাকে। এদিকে দূর্গাপুর বিজিবির বিওপি সূত্রে জানা গেছে বাংলাদেশী গরুর রাখালের মৃত্যুর ঘটনায় আজ বুধবার দুপুরে দূর্গাপুর সীমান্তে বিজিবি – বিএসএফের অধিনায়ক পর্যায়ে ফ্লাগ মিটিং হওয়ার কথা রয়েছে। সীমান্তে ফ্লাগ মিটিংয়ের প্রস্তুতি চলছে।
দূর্গাপুর সীমান্ত গ্রামের বাসিন্ধা রমজান আলী (৬০) জানান, স্বাধীনতা দিবসের দিন সীমান্তে হত্যা আন্তজার্তিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এ কারনে হাসপাতালে ভর্তি দেখিয়ে একদিন পর মৃত দেখানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বিএসএফের হেফাজতে গুলিবিদ্ধ বাংলাদেশী যুবক লিটন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post