Print Date & Time : 10 May 2025 Saturday 4:25 am

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশীর মৃত্যু

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: ভেলাবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশীর মৃত্যু।
নিহতরা হলেন, ওয়াজকুরুনি (৩২) ও আয়নাল হক (৩০)। আদিতমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।আজ বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে বিএসএফ গুলিবিদ্ধ হয়ে এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটায়। জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই ইউনিয়নের ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

নিহতরা সকলেই আন্তর্জাতিক চোরাকারবারি গরু ও মানবপাচারকারি দলের এ্যাক্টিভ সদস্য। এই চক্রটি ৫১ বিজিবি’র দূর্নীতিবাজ কর্মকর্তা ও বিওপি সদস্যদের সাথে গোপন আতাত করে মোটাদাগে অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে মানব পাচার, গরু পাচারসহ অবৈধ পণ্য পাচার করে আসছে।সীমান্ত সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পাচারকারী চক্রের ১টি দলের ক’ জন সদস্য জেলার কালীগঞ্জ উপজেলার বর্ডারের লোহাকুচি আন্তর্জাতিক সীমানা পিলারের ৯২১/২২ নম্বর দিয়ে গরু সহ অন্যান্য অবৈধ পণ্য আনতে যায়। এ সময় বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বুড়িরহাট সিতাই ক্যাম্পের টহল দলের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনী নামে দুই রাখাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। অন্য সর্তীর্থরা দুই জনের লাশ নিয়ে এসে ভোর রাতে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তার ইউনিয়নে গুলিবিদ্ধ দুইটি লাশ বাড়ির আঙ্গিনায় পাওয়া গেছে। তারা সীমান্তে চোরাকারবারি ও পাচার কারি দলের সদস্য বলে জানা গেছে। মৃত্যুর কারণ তিনি নিশ্চিত নয়। গ্রামবাসীরা বলছে, ভারতীয় গরু পাচার করে আনতে গিয়ে বিএসএফের গুলিতে তার মারা গেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাটিয়ে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//