তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে পারভেজ হোসেন সাদ্দাম (১৮) নামে এক বাংলাদেশী কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।
উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য শাহীন মিয়া জানান, বিকেল আড়াইটা থেকে তিনটার মধ্যে ঘটনাটি ঘটে। বিএসএফ সদস্যরা টহলরত অবস্থায় সীমান্ত এলাকায় সাদ্দাম ও ছিদ্দেককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। সাদ্দামের লাশ ঊনকোটি জেলার ভগবাননগর হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, চোরাচালানকে কেন্দ্র করে রোববার সকালে বিএসএফ ও নিহত সাদ্দাম এবং ছিদ্দেক আলীর পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে বিএসএফ সিমান্তরেখা লংঘন করে সাদ্দামের বাড়িতে হানা দেয়। তারা সাদ্দামকে গুলি করে আহত অবস্থায় ধরে নিয়ে যায়। স্থানীয় লোকজন অন্য আহত ছিদ্দেক আলীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
নিহত সাদ্দাম ও ছিদ্দেক আলী কর্মধা ইউনিয়নের মুরইছড়া নতুন বস্তি এলাকার বাসিন্দা। সাদ্দাম ওই গ্রামের আছকির আলীর ছেলে এবং ছিদ্দেক আলী একই গ্রামের ছাদেক আলীর পুত্র।
কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ সাদ্দামের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবি //দৈনিক দেশতথ্য //১৮ মার্চ ২০২৪//

Discussion about this post