মজুরী নিয়ে আজ প্রধানমন্ত্রীর সাথে চা বাগান মালিকদের বৈঠক
৩০০ টাকা মজুরী দাবীতে মৌলভীবাজারের ৯২টি চা বাগান সহ দেশের ১৬৭টি চা বাগানে ১৮ম দিনেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
গতকাল শুক্রবার জেলার ৯২টি বাগানে পাঞ্চায়েত কমিটি বৈঠকে বসবেন নিজ নিজ বাগানের নাচঘরে। ওই বৈঠকে মজুরী ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওরাছড়া চা বাগান পাঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি। শুক্রবারও যথারীতি কাজে যোগ দেয়নি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলো ও। তবে, শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি নেই।
এদিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা বাগান মালিকদের সঙ্গে সভা করবেন ্আগাশী (২৭আগষ্ট) শনিবার বিকাল ৪টা থেকে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৬,২০২২//