Print Date & Time : 10 May 2025 Saturday 4:19 pm

বিচারপতির ওপর হামলার প্রতিবাদ

মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামশুদ্দিন চৌধুরী মানিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক সমাবেশ সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নগরের নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, ফজল আহমেদ, গৌরী শংকর চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব্য দেন আব্দুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন, ফারজানা মিলা, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, ইমরান হোসেন মুন্না, ইয়াসির আরাফাত, মোস্তাফিজুর রহমান বিপ্লব, সোহেল ইকবাল, এমএ খালেক, আশরাফুল ইসলাম, আবদুর রহীম, এসএম রাফি, মো. সেলিম, প্রদীপ দাশ প্রমুখ।

বক্তারা বলেন, বিচারপতি শামশুদ্দিন চৌধুরী রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব‍্যক্তি। মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শিক বাংলাদেশ গড়া ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে একজন উচ্চকণ্ঠ ব‍্যক্তিত্বের ওপর ঢাকায় প্রকাশ‍্য দিবালোকে তথাকথিত আন্দোলনকারীদের সন্ত্রাসী হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণতন্ত্রের নামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা রাষ্ট্রের জন‍্য অশনিসংকেত।  

বক্তারা এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির মুখোমুখি করে অপশক্তিকে কঠোরভাবে দমনের জন‍্য সরকারের প্রতি দাবি জানান।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//