সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় সীমান্তে খাসিয়ার গুলিতে কাওছার আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাওছার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।জানা যায়, শুক্রবার দিবাগত-রাত ৯ টার দিকে কাওছার চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদের বাড়িতে নিয়ে আসেন।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে এক দল পুলিশসহ গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কি ভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৯,২০২৩//

Discussion about this post