Print Date & Time : 23 August 2025 Saturday 2:05 pm

বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে হ্যান্ডবল প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার সকালে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার।

আয়োজকরা জানায়, বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কপোতাক্ষ, বেগবতি, চিত্রা ও  নবগঙ্গা দল হয়ে প্রতিযোগিতা করা করে। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় নবগঙ্গা বনাম চিত্রা দল। তীব্র প্রতিযোগিতা শেষে ৩-১ গোলে জয়লাভ করে নবগঙ্গা দল। প্রতিযোগিতায় শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ ডিসেম্বর ২০২৩