সুদীপ্ত শাহীন,লালমনিরহাট:
জেলার পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সদস্যের বেধড়ক মারপিটে বৃদ্ধা মা, ছেলেসহ ৩ জন আহত হয়েছেন।
এ ঘটনায় পাটগ্রাম থানায় নির্যাতনের স্বীকার ভুক্তভোগীর পরিবারটি সোমবার রাতে মামলা দায়ের করেছে। বিজিবিও সোমবার রাতে পাল্টা মামলা দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ৭ নভেম্বর সোমবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্তবর্তী গ্রামের ডাঙ্গারবাড়ীর ১টি কৃষক পরিবার বাড়ির পাশে খালে রাতে মাছ ধরার ডারকি বা টেপাই বসায়। সকালে ফজরের নামাজের আযানের সময় মাছ ধরার ডারকি বা টেপাই টি তুলতে নিজ বাড়ির আঙ্গিনায় কৃষক আবেদ আলী (৪০) যায়। এ সময় ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের নেতৃত্বে কয়েকজন আবেদ আলী কে নির্মম নির্যাতন করে। তাকে বাঁচাতে বৃদ্ধা মা রায় খাতুন (৫৫) ও ভাতিজাজালাল হোসেন (২৩) এগিয়ে এলে তাদেরও বেধরক মারপিট করে। লাঠির আঘাতে বৃদ্ধা রায় খাতুন ও ছেলে আবেদ আলী গুরুতর আহত হয়।
প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা চলছে। এ ঘটনায় আবেদ আলীর বড় ভাই আমিন আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় রাতে মামলা দিয়েছে। শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাসির হোসেন জানান, বিজিবি সাধারণ মানুষের সাথে খুবেই অসৌজন্য মূলক আচরণ করে। তারা চোরাকারবারিদেও সাথে সখ্যতা গড়ে তুলে লাখ লাখ টাকা অবৈধ পন্থায় রোজগার করে থাকে। প্রতিবাদ করলে বা সিও সাহেবকে জানালে নেমে আসে নির্যাতন। বিজিবির এমন আচরণ খুবেই অন্যায়। অভিযুক্ত ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের সাথে যােগাযোগ করে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ এর ঝালংগী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহাজান বলেন, ‘আমি ব্যাটালিয়ন অধিনায়কের সাথে কথা বলে পরে জানাবো।’ পাটগ্রাম থানার ওসি ফারুক জানান, বিজিরি পক্ষে আসামি ছিনতাই, সরকারি কাজে বাধা এমন ধারায় মামলা দিয়েছে। উভয়ের পাল্টাপাল্টি মামলা তদন্ত করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post