Print Date & Time : 3 May 2025 Saturday 3:42 am

বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ইং ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অধিনায়ক পর্যায়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত এ‍্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ৩ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন । ভারতের পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১১৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার শ্রী রাজেস কুমার ত্রিপাটি। এছাড়া ভারত বিএসএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড‍্যান্ট
শ্রী সোয়েমবার সিং, ৬ জন কোম্পানি কমান্ডার সহ অন্যান্য পদবীর ৭ জন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//