Print Date & Time : 22 August 2025 Friday 8:18 pm

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

বেনাপোল প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সীমান্ত সম্মেল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার সময় বিএসএফ’র ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার সহ ৫ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। এ সময় বিজিবির পক্ষে খুলনা সেক্টরের কমান্ডার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি সহ ৫ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র চোরাচালান,মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ভারতে ফেরত যান।

দৈনিক দেশতথ্য//এসএইচ//