পৈত্রিক ভিটা খুলনার পাইকগাছার রাড়ুলীতে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার পিসি রায়ে’র (প্রফুল্ল চন্দ্র রায়) ১৬১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম’র সভাপতিত্বে আর,কে,বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাইকগাছা-কয়রা হচ্ছে অসংখ্য গুণি ব্যক্তিদের তীর্থ স্থান। জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়, সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক, পীর জাফর আউলিয়া, বিনোদ বিহারী সাধু, দানবীর মেহের মুসুল্লী, আলম শাহ্ ফকিরসহ বহুগুণিজনদের জন্য এ অঞ্চল বেশ সমৃদ্ধ। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদধূলিতেও ধন্য হয়েছে অত্র অঞ্চল।
পিসি রায়ের জন্মস্থানকে ঘিরে রয়েছে পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে বিশ্ব দরবারে অত্র এলাকার আরও বেশি পরিচিতি বাড়বে। বিজ্ঞানী পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান বৃহৎ পরিসরে নানা আয়োজনে উদযাপিত হবে।
এই অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি প্রধান অতিথি থাকতে সম্মত হয়েছেন।
মঈনুল হোসেনের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, অধ্যক্ষ রবিউল ইসলাম।
প্রস্তুতিমূলক সভায় গোপাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিয়াউর রহমান জুয়েল, শাহনেওয়াজ শিকারী, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক গৌতম রায়, আওয়ামী লীগ নেতা ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, বিমল পাল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২২, ২০২২//