ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আলাউদ্দিন বলেছেন, ‘‘বিজ্ঞানের চর্চা ছোটবেলা থেকেই শুরু করা উচিত এবং বিজ্ঞান শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে’’।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহায়তায় দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা-২০২৩ এর সমাপণী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফেয়ার কর্তৃক আয়োজিত এবং ফেয়ার এর ভাইস চেয়ারম্যান তাজনিহার বেগম তাজ এর সভাপত্বিতে অনুষ্ঠিত কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন নিসা সবুজ, ফেয়ার এর অর্থসচিব কাজী রফিকুর রহমান।
আলোচনা শেষে শ্রেষ্ঠ ক্লাব, শ্রেষ্ঠ প্রজেক্ট, শ্রেষ্ঠ দেয়ালিকা, শ্রেষ্ঠ স্টল, শ্রেষ্ঠ অনলাইন একটিভিটিসহ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেষ্ট, বই ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এর আগে সকালে ‘‘শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিজ্ঞান ক্লাব: সুযোগ ও চ্যালেঞ্জসমূহ’’ বিষয়ক সেমিনার কলকাকলী বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ শিশির কুমার রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম। বিষয়বস্তুর উপর কীনোট উপস্থাপন করেন বেগম হামিদা সিদ্দিক স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক হাবিবা খাতুন।
দুইদিনব্যাপী এ মেলায় খাদ্য সহায়তা করেন একে আজাদ এন্ড কোং, পুরুস্কারের বই সহায়তা করে আগামী প্রকাশনী, শোভাযাত্রায় গেঞ্জি প্রদান করেন প্রবাসী জয় নেহালসহ ব্যারিস্টার গৌরব চাকী ও হোটেল নূর ইন্টারন্যাশনাল। এছাড়াও শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ করতে সহায়তা করে মাইক্রো ল্যাব সেন্টার।
দৈনিক দেশতথ্য//এসএইচ//