Print Date & Time : 3 August 2025 Sunday 1:02 pm

‘বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষতে বিজ্ঞানী হবে’

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিমুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।

মেলায় খুদে শিক্ষার্থীরা যে প্রকল্পগুলো নিজেরাই কিভাবে ছোট ছোট ভাবে করা যায়। সেগুলো হাতে-কলমে দেখানোর চেষ্টা করেছে। এতে সকল প্রকল্পে সাশ্রয় হবে। এর ধারাবাহিকতার মাধ্যমে খুদে শিক্ষার্থীরা ভবিষতে গভেষক ও বিজ্ঞানী হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা এ মেলার বিষয়ে ছেলে-মেয়েদের উৎসাহিত করবেন। খুদে শিক্ষার্থীরা যা তৈরি করেছে তাদের সে তৈরিটা দেখেন। মেলায় গিয়ে তাদের তৈরি বিষয়ে জানতে চান। এতে খুদে বিজ্ঞানীরা আরো আগ্রহ বাড়বে। এসময় সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মেলায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

এর আগে “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে মেলায় আরো এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাসরিন আরা পুষন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক হারিজ উজ্জামান খানসহ আরো অনেকে। পরে মেলা পরিদর্শন শেষে মন্ত্রী উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ বাস্তবায়নাধীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি, আর) ২য় পর্যায়ের চেক ও ঢেউটিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের উপবৃত্তি ও সাইকেল বিতরণ করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//