Print Date & Time : 27 August 2025 Wednesday 8:52 pm

বিজয় দিবসে গাংনী রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা

মাহাবুল ইসলাম, গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আল আমীন, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, নির্বাহী সদস্য মাহাবুব ইসলাম, সাহাদত হোসেন, আবুল হোসেন, জারিফুল ইসলাম জীবন ও আব্দুল গাফফার প্রমুখ।

এছাড়াও এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে কুচকাওয়াজ, শরীরচর্চা, বিজয় র‍্যালি ও শপথ অনুষ্ঠানসহ নানা আয়োজন

দৈনিক দেশতথ্য//এসএইচ//