কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুমারখালীর গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফশিল গত ২৭ জুলাই প্রকাশ করা হয়েছে। এই তফশিল প্রকাশ নিয়ে কিছুই জানেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনান্য শিক্ষকরা।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি মিলটন হোসেন তার ইচ্ছামত পকেট কমিটি অনুমোদনের জন্য সকলের অজান্তে এই তফশিল প্রকাশ করেছেন। গত ২৭ জুলাই কুষ্টিয়ার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় এই বিদ্যালয়ের নির্বাচনী তফশিল প্রকাশ করা হয়। প্রকাশের ৭ দিন পর অন্য এক বিদ্যালয়ের শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নঈম বলেন, আমি তফশিল প্রকাশের ব্যাপারে কিছু জানতাম না। গতকাল বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি আমাকে জানিয়েছেন “সমঝোতা কমিটি হবে”। আজ শুনলাম গত ২৭ জুলাই স্থানীয় একটি পত্রিকায় নির্বাচনী তফশিল প্রকাশ করা হয়েছে। তিনি শিক্ষা অফিসারকে আইন অনুযায়ী নির্বাচন করার অনুরোধ জানান।
বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম মোল্লা বলেন, পকেট কমিটি করার জন্য গোপনে তফশিল প্রকাশ করা খুবই দুঃখজনক। তিনি আইন মেনে সুষ্ঠু নির্বাচন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
তবে এব্যাপারে কথা বলতে কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাছাড়া গোবরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি মিলটন হোসেন’র মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানান, প্রধান শিক্ষকের স্বাক্ষর ছাড়া তফশিল প্রকাশ করা আইন বহির্ভূত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব। তিনিই তফশিল প্রকাশ, প্রচার মাইকিং, পোষ্টারিং সহ সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন।
দৈনিক দেশতথ্য//এল//