কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া মডেল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো: এহেতেশাম রেজা। তিনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান বিষয়ে একটি ক্লাসও নিয়েছেন।
সোমবার দুপুরে তিনি বারুইপাড়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষ করে বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হতে হবে।
বড় লোক নয়, বড় মানুষ হও। আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষা দান, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং তাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা মাকে ভক্তি, শ্রদ্ধা করি ও ভালোবাসি, তার প্রতি দায়িত্ব পালন করি। একইভাবে মাতৃভূমিকে মা হিসেবে দেখতে হবে। আর মানুষকে ভালোবাসতে পারলে সোনার মানুষ হওয়া সম্ভব হবে।
বলিদাপাড়া মডেল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুন বলেন, ডিসি সাহেব স্কুল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ আগস্ট ২০২৩