Print Date & Time : 13 May 2025 Tuesday 12:58 pm

বিদ্যুতের মুল্যবৃদ্ধি সিদ্ধান্ত বাতিলের দাবি বাম মোর্চার

স্টাফ রিপোর্টারঅন্যায়ভাবে আবারো বিদ্যুতের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, মূল্যবৃদ্ধির জুলুম বন্ধ করার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র নেতৃবৃন্দ।
আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘর এর সামনে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিল থেকে নেতৃবৃন্দ এই দাবি করেন।

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের কেন্দ্রীয় নেতা শান্তুনু সুমন প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, খুচরা পর্যায়ে বিদ্যুতে দাম ১২ বারের মতো বৃদ্ধির ফলে জনজীবনে আরেক দাফায় ব্যয় বৃদ্ধির বোঝা ঘাড়ে তুলে দিয়েছে সরকার। যা ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুন বেড়ে গেছে, জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকার বেসরকারী ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র গুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//