লালমনিরহাট প্রতিনিধি: জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীর দৈলজোর গ্রামে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত রুবেল মিয়া (৩০) একজন ইলেক্ট্রেক মিস্ত্রি। সে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া গ্রামের আজিজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, দুই দিনব্যাপী সাপ্টিবাড়ীর কাচারী মসজিদের পাশে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে প্যান্ডেল সাজানো ও বিদ্যুৎ সংয়োগ দিতে গিয়ে তারে জড়িয়ে রুবেল মিয়া আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনা বশত বিদ্যুতেপৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই বিষয়টি শুনেছি। কোন অভিযোগ পাইনি।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post