Print Date & Time : 25 August 2025 Monday 7:49 am

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বড়দিনে শুভেচ্ছা বিনিময়

চট্রগ্রাম প্রতিনিধি:
বোয়ালখালীতে ‘শুভ বড়দিন’ উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন জাগতিক সুখের পরিবর্তে যীশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণীয়।

এ সময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক ছড়াকার শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী,
ধর্মীয় যাজক ফাদার সজল, সভাপতি জন রড্রিক্স, সাধারণ সম্পাদক কিনেন গোমেজ, রবিন রড্রিক্স, জেরেট গোমেজ, জেভিয়ার গোমেজ, গিলবার্ট গোমেজ, অষ্টিন রিবেরো, গ্বারিঁয়েল গোমেজ,
এসআই রহমত, কনস্টেবল আনিস, কনস্টেবল গোলাম নবী, ডিএসবি মাসুম প্রমূখ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//