বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক আনোয়ারা উপজেলার বোয়ালগাও ব্রহ্মমঠ ও মিশন পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক আনোয়ারা উপজেলার বোয়ালগাও প্রাচীন দূর্গা বাড়ি এবং ব্রহ্মমঠ ও মিশন পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রহ্মমঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীগুরু শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ (বাবাজী), বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী বাবুল জলদাস, স্বপ্না জলদাস ও সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাতনী ভক্ত প্রবর কাঞ্চন ধর, মন্দির পরিচালক বিপ্লব সেন, বিধান ব্রহ্মচারী, স্বরুপ ধর, দীপক শিকদার, পলাশ দত্ত, টিপু মিত্র, আকাশ মহাজন প্রমূখ।
এ সময় মন্দির পরিদর্শনকালে শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ জানান মন্দিরের দ্বিতীয় তলায় কাজ চলমান রয়েছে মন্দির উন্নয়নে সহায়তা প্রদানের জন্য সকল ভক্তবৃন্দের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন।

Discussion about this post