
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাইকালে অপর স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মুছল্লির মনোনয়নপত্র বাতিল হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
মো: জাফর আলী ২০০৯ সালে কুড়িগ্রাম-২ আসনের উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়া একাধিকবার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন এই বর্ষিয়ান রাজনীতিবীদ। তিনি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান হিসেবে টানা ৩০ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া দীর্ঘসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, চেয়ারম্যান পদে ২ জন, সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্রসহ মোট ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য পদে ১২ জন ও সংরক্ষিত আসনের সদস্য পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//

Discussion about this post