মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) রাজশাহী ভেন্যুতে শনিবার (১১ মে) ঢাকার ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হয়েছে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। তারা একের পর এক আক্রমণ চালালেও গোলের জন্য তাদেরকে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় ফর্টিস ফুটবল ক্লাবের গামবিয়ার ফুটবলার ওমর সার দলের পক্ষে প্রথম গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ফর্টিস ফুটবল ক্লাব ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়ন বেশ কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে থাকে। তারা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। এসময় তারা গোল পরিশোধের কয়েকটি সুযোগও হাতছাড়া করে। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটের মাথায় ব্রাদার্স ইউনিয়নের পক্ষে আকমল হোসেন নয়ন গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। পরবর্তী সময়ে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকলেও কোন দলই গোল করতে না পারায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে উভয় দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়।
ফর্টিস ফুটবল ক্লাবের গোলরক্ষক আজাদ হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নজরুল ইসলাম তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post