মাগুরা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত অনলাইন প্লাটফর্ম We Make Mistakes এর ১০ম প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রুপ এ (শ্রেনী ১ম-২য়) Topic “colors” এ বিজয়ী হয় দৌলতপুরের মেয়ে নূর-ই-জান্নাতি ।
রবিবার (১৭ ডিসেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ এর কাছে থেকে পুরস্কার গ্রহণ করেন নূর-ই-জান্নাতি।
এসময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মুখপাত্ররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য “নূর-ই-জান্নাতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর গ্রামের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন ও মোছা. মিতানুর খাতুন দম্পতির বড় মেয়ে। আব্দুল্লাহ আল মামুন মাগুরা হাজীপুর সম্মিলনী ডিগ্রী
কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত রয়েছেন।
এই অর্জনে নূর-ই-জান্নাতির পরিবার ও এলাকাবাসী চরম আনন্দিত।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ ডিসেম্বর ২০২৩

Discussion about this post