Print Date & Time : 28 July 2025 Monday 10:01 pm

বিভাগীয় ইনোভেশন শোকেসিংয়ে কুমারখালীর ইউএনও দ্বিতীয়

খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং – ২০২২ এর দুই দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল গত বুধবার। দেশের বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এমন বিষয় প্রদর্শনী করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কুষ্টিয়ার কুমারখালীর ইউএনও বিতান কুমার মন্ডল। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এতথ্য জানিয়েছেন ইউএনও নিজেই। এবারের ইনোভেশন শোকেসিং-এ ১০ টি জেলার ১৯ ইনোভেটরগণ অংশগ্রহণ করেন।

ইউএনও বিতান কুমার মন্ডল জানান, যেকোনো কাজের স্বীকৃতি কাজের গতি অনেকখানি বাড়িয়ে দেয়। উপজেলার স্থানীয় তরুন সমাজ তো বটেই বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার সবাইকে নিয়ে বেকারত্ব দূরীকরণ করে কুমারখালীকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ায় ছিলো তাঁর প্রধান লক্ষ্যয। যে লক্ষ্যে তিনি এখনও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

ইউএনও আরো জানান, উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার এবং সামাজিকভাবে সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার তিনি উদ্যোক্তা ম্যাপ, অ্যাপস, মেলা, প্রশিক্ষণ, ঋণ, অনুদান প্রদানসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম চলমান রয়েছে। বিভাগীয় ইনোভেশন শোকেসিং এ সকল উদ্যোগ সম্পর্কে উপস্থাপনের জন্য তাঁর সুযোগ হয়েছিলো।

ফলাফল হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র স্যারগণের নিকট হতে শুভেচ্ছা, ভালোবাসা পেয়েছেন তিনি। একই সাথে ইনোভেশন কার্যক্রম পরিচালনায় বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে কুমারখালী।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুন ২০২৩