Print Date & Time : 7 July 2025 Monday 6:12 pm

বিভিন্ন স্থানে বসুন্ধরার কম্বল বিতরণ

শুক্রবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড পশুর হাট মাঠে ৫০০ শীতার্ত মানুষের হাতে বসুন্ধরার উপহার তুলে দেওয়া হয়।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কন্ঠ শুভসংঘ ও খিরাটী সেবা সংঘের আয়োজনে ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রামে দুস্থ-দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কাপাসিয়া উপজেলার ড.এম.এ.হাসান মডেল হাইস্কুল মাঠে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। খিরাটী গ্রামের ৫০০ জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মান্দায় শুক্রবার বিকেলে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।