Print Date & Time : 29 July 2025 Tuesday 11:46 am

বিমান দুর্ঘটনায় নিহত তানবীর ও মেহেনাজের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকার উত্তরায় দিয়াবড়িতে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ৮ম শ্রেণীর ছাত্র তানবীর আহমেদ (১৪) এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরার (৮) কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল মেহেনাজ আক্তার হুমাইরার টাঙ্গাইলের সখীপুরের হতেয়া কেরানীপাড়ায় কবরস্থানে এবং তানবীর আহমেদের টাঙ্গাইলের মির্জাপুরের নগরভাতগ্রামের নয়াপাড়ায় কবরস্থানে বিমান বাহিনী এ শ্রদ্ধা জানান।

এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া করা হয়।

নিহত তানবীর আহমেদের পিতার নাম রুবেল মিয়া এবং মাতার নাম লিপি বেগম এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরার পিতার নাম দেলোয়ার হোসেন। তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এই দুই শিক্ষার্থী নিহত হয়।
এ দুই ুকবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিমান বাহিনীর উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মাইলস্টোন কলেজে প্রশিক্ষণরত বিমান বির্ধ্বস্তের ঘটনায় নিহত তানবীর ও হুমাইরার মত যারাই নিহত হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে সেই সব পরিবারের প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি। বিমান বাহিনীর পক্ষ থেকে তাদরে সব ধরনের সহযোগিতা করা হবে। বিমান বাহিনী দেশ ও দেশের মানুষের কল্যাণে সব সময় কাজ করে থাকে।
অপর দিকে গতকাল রবিবার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু নিহত তানভীরের পরিবারকে শান্তনা ও কবর জিয়ারত করতে মির্জাপুরে আসেন। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদ ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।