বিয়ানীবাজার প্রতিনিধি:সিলেটের বিয়ানীবাজারে গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারোপার বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মখলিছ আলী (৫২) মাদকাসক্ত এবং ভাসমান জীবনযাপন করতেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, সারোপার বাজারের ভাই ভাই ফ্যাশন ফেয়ারে চুরির সময় মখলিছকে হাতেনাতে আটক করেন বাজারের পাহারাদার।
তখন তিনি শোরচিৎকার শুরু করলে অন্যান্য পাহারাদার এবং ঘুমে থাকা ব্যবসায়ীরা জড়ো হয়ে তাকে গণপিটুনি দিতে থাকেন। একপর্যায়ে মখলিছকে মূমুর্ষ অবস্থায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি বেশ কয়েকবছর আগে জমিজমা বিক্রি করে ভাসমান অবস্থায় জীবনযাপন শুরু করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post