Print Date & Time : 10 May 2025 Saturday 10:57 am

বিয়ের পিঁড়িতে সাবেক এমপি মাসুদ অরুন

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামে কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে প্রাথমিক স্কুলের শিক্ষিকা আমেনা খাতুনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

মাসুদ অরুন মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আহমদ আলীর বড় ছেলে। তিনি ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

এদিকে মাসুদ অরুন বিয়ের পিড়িতে বসায় মেহেরপুরের বিভিন্ন শেণী পেশার মানুষ তাঁর নতুন দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৫,২০২২//