তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজেছাত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার ঘটনায় লাল চাঁন বাউরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীকে লাল চাঁন বাউরী বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেন লালচাঁন।
এতে ওই ছাত্রীর মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লাল চাঁনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি লাল চাঁনকে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post