কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ
বিয়ের ৪ মাসের মাথায় নববধূকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিন ঘরে আটকে রেখে নির্যাতন করেছে। এরপর স্বামীর পরিবার কুষ্টিয়ার মিরপুরের বালিয়াশিশা থেকে নববধূকে আহত অবস্থায় তাড়িয়ে দেয়। তার পরিবারের লোকজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেছে।
আহত নববধূ শিরিনা খাতুন জানান, ৪ মাস পূর্বে কুষ্টিয়া মিরপুরের বালিয়াশিশা গ্রামের আফতাব সর্দারের ছেলে তারেক হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও আসবাবপত্র যৌতুক হিসেবে দেওয়া হয়। বিয়ের পর থেকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্বামী ও শ্বশুর শাশুড়ী তাকে নির্যাতন করতে থাকে।
গত শনিবার রাত ১০ টায় তার স্বামী বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে তিনি অপারগতা প্রকাশ করেন। এরপর তার স্বামী ও শ্বশুর-শাশুড়ী শারীরিক ভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখেন। তিনদিন ঘরে আটকে রেখে মঙ্গলবার পূণরায় মারপিট করে আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৬,২০২৪//