খুলনার কয়রায় ছোট ভাইকে বিয়ে না দেওয়ায় তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই শাকিল হোসেন ধারালো দায়ের কোপে বড় ভাই শাহাদাৎ হোসেনের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মহারাজপুর ইউনিয়নের মেঘার আইট গ্রামে। তারা ওই গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা আহত শাহাদাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎিসার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কয়রা থানা পুলিশ ছোট ভাই শাকিলকে আটক করেছে।
থানা পুলিশ জানায়, ছোট ভাই শাকিলকে বিয়ে না দেওয়ায় বড় ভাই শাহাদাতের সাথে তার আগেই মনোমালিন্য চলে আসছিল। সর্বশেষ শুক্রবার সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে দু’ভাইয়ের মধ্যে বাগ-বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই শাকিল বড় ভাই শাহাদাতের বাম হাতে ধারালো দা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে। এসময় তার হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়।
কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের দু’ভাইয়ের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এরপর আজ শুক্রবার সকালে মাছ বিক্রিকে কেন্দ্র করে বাদানুবাদের এক পর্যায়ে শাকিল দায়ের কোপে তার বড় ভাই শাহাদাতের হাত বিচ্ছিন্ন করে দিয়েছে। এলাকাবাসীর সহযোগীতায় শাকিলকে আটক করা হয়েছে। তার পিতা আসলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৩০,২০২২//

Discussion about this post