ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতাঃ ঘাটাইলে বিরোধের জেরে সুরুজ মিয়া নামে এক কৃষকের প্রায় আড়াই হাজার কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তার বাড়ি সখীপুরের গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামে।
ক্ষতিগ্রস্ত সুরুজ মিয়ার অভিযোগ, দুই বছর আগে মৌখিক চুক্তিতে স্থানীয় জামাল মোল্লা ও কামাল মোল্লার কাছ থেকে ৯একর জমি ইজারা নিয়ে কলা গাছ রোপন করেন। চুক্তির মেয়াদ এপ্রিল মাসে শেষ হওয়ার কথা থাকলেও জমি খালি করতে কলা গাছগুলো কেটে ফেলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম আকন্দ বলেন, কলা গাছগুলো কাটায় অনেক ক্ষতি হয়েছে। অল্প কিছু দিনের মধ্যেই কলাগুলো পরিপক্ক হতো।
তবে জমির মালিক জামাল মোল্লার দাবি, চুক্তি এ মাসেই শেষ হয়েছে। অন্যত্র জমিটি ইজারা দিয়েছেন। শ্রমিকদের কলাবিহীন গাছগুলো কাটতে বলা হয়েছিল, এরপর শ্রমিকরা কী করেছে জানেন না তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//