Print Date & Time : 12 July 2025 Saturday 5:28 am

বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সিডিও’র হুইল চেয়ার উপহার

মনিরুজ্জামান জুলেট: সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে ৮ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তি (প্রতিবন্ধী) কে মঙ্গলবার ১ আগস্ট হুইল চেয়ার উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, সিএনআরএসএস এর স্মরণ চৌহান, শহিদুল ইসলাম, নাজিম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি জনাব এসকে সিরাজ,বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক এসএম ফিরোজ হোসেন, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী, মো. হাফিজুর রহমান, জগবন্ধু কয়াল, মো. আনিসুর রহমান মিলন, মো. মাহফুজুর রহমান, মো. নূর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এবং বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান।

দৈনিক দেশতথ্য//এস//