সিলেট অফিস: বিশেষ অভিযানের পর ও সিলেটে বহাল তবিয়তে অবৈধ স্ট্যান্ড ও রোহিঙ্গা গাড়ি। নগরীর পয়েন্টে পয়েন্টে পূর্ব হতে বসানো অবৈধ স্টান্ড ও চাঁদা আদায় পূরোদমে চলমান রয়েছে পাশাপাশি সবকটি রোডে যাওয়ার প্রত্যেকটি সিএনজি অটো রিক্শা ৪ থেকে ৫ জন করে যাত্রী বহন করছে। যত্রতত্র পার্কিং করা হচ্ছে মোটর বাইক ও অটোরিক্শা, লেগুনা ও প্রাইভেট গাড়ি।
এছাড়াও দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের মুখ থেকে ও উত্তর সুরমার মদিনা মার্কেট থেকে অনটেস্ট ও ‘রোহিঙ্গা’ অটোরিক্শা চলছে । এসব গাড়ি পূর্ব হতে পুলিশের টোকেন ব্যবহারে চলে আসছে। পাশাপাশি সিলেট মহানগরের অলি-গলি বা মূল সড়কেও চলছে দ্রুতগতির ব্যাটারি বা মোটরচালিত রিকশা।
অথচ সোমবার থেকে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।মেট্রোপলিটন এলাকায় সড়কে দু’দিনের সড়কে শৃঙ্খলা আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নির্দেশে লাইসেন্স ও কাগজপত্রবিহীন গাড়ির মালিক-চালকদের বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ অভিযান। অভিযানকালে এসব সব ঠিক না পেলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং যানবাহন র্যাকিং ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করছে এসএমপির ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকে এই অভিযান শুরু হলেও কিন্তু বাস্তবে এমন অভিযানের কোনো তেমন কোন প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে না। নগরজুড়ে অতিরিক্ত যাত্রীবহন চলছে, বহাল রয়েছে নগরজুড়ে সিএনজি অটোরিক্শা ও লেগুনার অবৈধ স্ট্যান্ডগুলো।
অথচ এসএমপি কমিশনার মো. জাকির হোসনে খান (পিপিএম- সেবা) ট্রাফিক বিভাগের প্রতি গত ১৬ মে জারিকৃত এক আদেশে বলেন, ২০ ও ২১ মে (সোম-মঙ্গলবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরজুড়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, গাড়ির নম্বর, ফিটনেস, রুট পারমিট ব্যতীত গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রীবহন ও অবৈধ পার্কিং, স্ট্যান্ড ইত্যাদির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে।
অভিযানকালে প্রয়োজন মাফিক প্রসিকিউশন দাখিল ও সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা গাড়ি আটক করার নির্দেশ প্রদান করেন এসএমপি কমিশনার।
কিন্তু অভিযানের প্রথম দিন সোমবার বিকেলে নগর ঘুরে দেখা গেছে- বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড়, সোবগানীঘাট, উপশহর, হুমাইয়ুন রশিদ চত্ত্বর, ও জিতু মিয়ার পয়েন্টসহ দক্ষিণ সুরমার (মহানগরের আওতাধীন) বিভিন্ন পয়েন্টে নামক ওয়াস্তে কাগজপত্র চেক করা হলেও অধিক যাত্রী পরিবহন, অবৈধ পার্কিং ও অবৈধ স্ট্যান্ড এর বিরুদ্ধে কোনো অভিযােই পরিচালনা করা হয়নি।
বিষয়টি নিয়ে কথা বলতে এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানকে কল দিলেও তিনি রিসিভ করেন নি।
তবে এসএমপির ট্রাফিক বিভাগের এডিসি রাখি রানী দাশ বলেন, অভিযানের প্রথম দিনে চন্ড্রিপুল, তেমুখী, টিলাগড়, মারকাজ পয়েন্ট ও হুমাইয়ুন রশিদ চত্ত্বর পয়েন্টে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।আজ মঙ্গলবার নগরীর বন্দরবাজার, টিলাগড়, চন্ডীপুল,কোম্পানিগন্জ সড়ক সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ মে ২০২৪

Discussion about this post