Print Date & Time : 5 May 2025 Monday 6:56 am

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মঈনুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মাসুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ উপস্থিত ছিলেন।