Print Date & Time : 21 July 2025 Monday 8:10 am

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১২ জুন) সকালে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের ঘাঘর ব্রীজ থেকে মহুয়ার মোড় হয়ে  উপজেলা সদর পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় দু’কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে মহুয়ার মোড়ে গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সবাবেশে কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,  মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা সোয়েব ইব্রাহিম, মাওলানা মাহামুদুল হাসান শামীম, মাওলানা সাফায়েত হোসেন, মাওলানা জাকির বিন জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল কাদের, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি মাসুদুর রহমান, ক্বারী বশির আহম্মেদ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন পণ্য বর্জন ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী দুই বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমারের শাস্তি দাবী করেন। 

সমাবেশ শেষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। 

এদিকে শনিবার সন্ধ্যায় বাবু দাশ গুপ্ত (৪০) নামে এক যুবুক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  কটুক্তি করলে উপজেলা সদরে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাবু দাশ গুপ্ত উপজেলার ডহর পাড়া গ্রামের শুনীল দাশ গুপ্তের ছেলে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছেন। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছি।

আর//দৈনিক দেশতথ্য//১২ জুন-২০২২//