কুষ্টিয়ার কুমারখালীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত নোহা মাইক্রোবাস থেকে আট বোতল ফেন্সিডিলসহ রাসেল ও উজ্জ্বল নামে দুই দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার নন্দুলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা চৌদ্দগ্রাম দনুসারা গ্ৰামের বেলাল হোসেনের ছেলে রাসেল মিয়া (২৮) ও কুমারখালী উপজেলা শিবরামপুর গ্ৰামের ইসলাম শেখের ছেলে উজ্জ্বল (৩৫)।
থানা পুলিশের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চড়াইকোল থেকে মঙ্গলবার রাতে কুষ্টিয়া হতে কুমারখালী আসার সময় রাসেল ও উজ্জ্বল নামে দুইজনসহ একটি নোহা গাড়ি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ঢাকা মেট্রো চ- ৫৩-৪৩৪২ নাম্বার গাড়িটি আটক করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি র’ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং-১৯ তারিখ ২০/৪/২০২২। এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২০,২০২২//

Print Date & Time : 26 August 2025 Tuesday 3:55 am