আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী দিলিপ কুমার বর্মণ।
প্রতিপক্ষরা তার বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বী বলে অপবাদ ও গুজব ছড়িয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করলেও ভোটাররা উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছেন। এছাড়া কালো টাকা ছড়িয়ে ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মীরা ঘোড়ার লাগাম টেনে ধরবেন বলে প্রকাশ্যে হুমকী দিলেও ভোটাররা তা আমলেই নিচ্ছেননা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণের বিজয় সুনিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুনামগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। ধনপুর ইউনিয়নের জিগাতলা বাজারে অনুষ্ঠিত ঘোড়া প্রতীকের নির্বাচনী সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের নিবেদিত ও পরীক্ষিত সৈনিক দিলীপ কুমার বর্মণকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগনের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,হিন্দু মুসলিম ভাই ভাই ঘোড়া প্রতীকে ভোট চাই এই শ্লোগানের ভিত্তিতে জাতিধর্ম বর্ণ দলমত নির্বিশেষে বিশ্বম্ভরপুর উপজেলায় যে আওয়াজ উঠেছে তার প্রেক্ষিতে ঘোড়া প্রতীকের জয় হবে বলে আমি আশাবাদী।
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের লামাপাড়া গ্রামের কৃতিসন্তান প্রধানমন্ত্রীর জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর
মুক্তিযোদ্ধা এস এম সামছুল ইসলাম বলেন,এদেশের ভাষা আন্দোলন ও গৌরবের মুক্তিযুদ্ধে দিলিপ কুমার বর্মণের পিতা দাদার অবদান রয়েছে। তাই তার ঋন শোধ করার জন্য সকল বিবেকপ্রাণ মুক্তিযোদ্ধা জনতাকে ঘোড়া প্রতীকে ভোট দানের জন্য আমি সবিনয় আবেদন জানাচ্ছি।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার বর্মণ বলেছেন, জয় পরাজয় বড় কথা নয় এর আগেও ২ বার উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে প্রতিবারই জনগনের মূল্যবান ভোট ও ভালবাসা পেয়েছি। কখনও ভাগ্যের কাছে আবার কখনও ষড়যন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও জনগন থেকে কখনও বিচ্ছিন্ন হইনি। সুখে দু:খে সব সময় জনগনের পাশে থাকার চেষ্টা করেছি। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিীতা করিনি। দলীয় সিদ্বান্তকে সম্মান করেছি। এবার প্রার্থী হয়েছি শেষবারের মতো। উপজেলাবাসী যদি আমাকে নিজেদের খেদমতগার বা কামলা হিসেবে কবুল করেন তাহলে কথা দিচ্ছি আমি আমার নিজেকে জনগনের সেবায় বিলিয়ে দিয়ে উপজেলাকে স্বপ্নের মত সাজানোর চেষ্টা করবো। সকলকে অনুরোধ করবো,সন্ত্রাসমুক্ত সম্প্রীতিময় বিশ্বম্ভরপুর গঠনে ঘোড়া মার্কায় ভোট দিন।
শুক্রবার (১৭ মে) উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাও বাজারে এক নির্বাচনী সমাবেশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দিলীপ কুমার বর্মণ উপরোক্ত কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া,আওয়ামী লীগ নেতা এডভোকেট আলমনূর হীরা,বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলেমান মিয়া,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল হেলাল,বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নেছার আহমদ,ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আলমগীর রেজা,ফতেপুর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলীল তালুকদার,আওয়ামী লীগ নেতা দিপু তালুকদার,যীশু তালুকাদার,জুনায়েদ আহমদ,ডাঃ বাচ্চু মিয়া,ধনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম মানিক, ইউপি সদস্য সাদেকুর রহমান,ইউপি সদস্য মোক্তার হোসেন,মুজিব বাজার আওয়ামী লীগ নেতা ডাঃ আব্দুল মান্নান,যুবলীগ নেতা হুমায়ূন কবীর পাপন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিক আহমদ,সলুকাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক,সাবেক সহ সভাপতি মরম আলী,আতাউর রহমান মাস্টার,যুবলীগ নেতা আনোয়ার হোসেন সবুজ,পলাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান ও রাধাকান্ত দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ//