বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিশ্বের একমাত্র শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চেয়েছেন বলেই শ্রমিকরা আজ জীবন-মান নিয়ে ভালো আছে, সুখে আছে।
বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর ১৩ তম সম্মেলনে তিনি এসবকথা বলেন।
২ ডিসেম্বর সংগঠনটির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে শাজাহান খান
এমপি আরো বলেন, এদেশে আর কোনো বোমাবাজদের খেলা খেলতে দেয়া হবে না। শ্রমিকরা প্রধানমন্ত্রী ব্যতিত অন্য কোন নেতৃত্ব মেনে নেবে না। এ দেশে স্বাধীনতা বিরোধী চক্রের সাথে কোন জাতীয় ঐক্য হবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামছুন্নাহার ভূঁইয়া এমপি। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি এড. মোহাম্মদ হোসেন, স্কপ লিডার চৌধুরী আশিকুল ইসলাম, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর কার্যকরী সভাপতি কামরুল আলম বেলাল, সাধারণ সম্পাদক সাহাবউদ্দীন চৌধুরী, সহ-সভাপতি লায়ন ইমাম হোসেন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post