নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ সরকার উন্নয়নের সরকার। তিনি বলেন, দেশের মেগা প্রকল্পের কাজগুলো দ্রুত শেষের পথে। বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সুশাসনের কারণে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কুষ্টিয?া সদর উপজেলা পরিষদের আয?োজনে শীতার্থদের মাঝে শীতবস্ত্র, কৃষকদের মাঝে কৃষি বীজ, অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং দুস্থ ও অসহায় শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, পৃথিবীর বুকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের এমন কোনো অংশ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষক বাঁচলে কৃষি বাঁচবে। আর কৃষি বাঁচলে দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মর্জিনা খাতুন, সদর উপজেলা কৃষি অফিসার বিষ্ণু পদ সাহা, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র কুষ্টিয়ার (সমাজসেবা অধিদফতর) উপ-প্রকল্প পরিচালক সুভঙ্কর ভট্টাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Date & Time : 22 August 2025 Friday 3:01 pm