কাউকে পশ্চাতে রেখে নয়।ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে এক বনাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফরোজ শাহীন খসরু । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মৎস্য কর্মকর্তা স্বপন আহমেদ প্রমূখ।
এছাড়াও উপ-সহকারী কৃষি অফিসার ও অত্র দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জা// দেশতথ্য// ১৬ অক্টোবর ২০২২//

Discussion about this post