Print Date & Time : 10 May 2025 Saturday 5:41 am

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে সোমবার ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে র‌্যালীটি শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। প্রধান বক্তা প্রখ্যাত হৃদ রোগ বিশেসজ্ঞ ও সার্জন প্রফেসর ড.এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবি পিপি এ্যাড.অনুপ কুমার নন্দী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড.শাজাহান মন্ডল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট প্রফেসর ড.মাহবুব আরেফীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেসন্স ডিভিশনের পরিচালক ড.আমানুর আমান, ডায়াবেটিক হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরোজ।

অনুষ্ঠানের উদ্বোধক ভিসি প্রফেসর ড.আব্দুস সালাম বলেন, নিয়মতান্ত্রীক জীবন যাপন ও খাদ্যাভাসের মাধ্যমে ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখা যায়। সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস আছে কি-না পরীক্ষা করতে হবে। এবং নিয়মতান্ত্রীক জীবন যাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ সবল থাকতে পারব। তিনি বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিক সচেনতায় আধুনিক চিকিৎসা রেব হয়েছে তাই তাই ডায়াবেটিক নিয়ে ভয়ের কিছু নেই। তিনি আরো বলেন, শুধু মাত্র ডায়াবেটিক রোগীরা না, সুস্থ ভাবে বেঁচে থাকতে সকলকেই সচেতন ও নিয়মতান্ত্রীক জীবন যাপন করতে হবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন ডায়াবেটিসের ব্যাপকতা অনেক বেশি। তিনি বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের এ রোগের ঝুঁকিগুলো সম্পর্কে জানতে হবে, অন্যদেরও অবহিত করতে হবে।

বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//