Print Date & Time : 28 August 2025 Thursday 11:16 am

বিশ্ব নবীকে অবমানার প্রতিবাদে মির্জাপুরে বিক্ষোভ মিছিল

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা ও কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে আসা ভারতের সকল পন্য বর্জন এবং বাংলাদেশ থেকে ভারতের হাইকমিশন প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।

শুক্রবার (১০ জন) বাদ জুমা তৌহিদি জনতার আয়োজনে কয়েক হাজার মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা ক্কারী ফরিদ হোসাইন জানান, বাদ জমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মির্জাপুর থানা মসজিদ, বাইমহাটি জামে মসজিদ ও বংশাই জামে মসজিদের কয়েক হাজার ধর্মপ্রান মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

এদিকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মির্জাপুর সরকারী কলেজের সাবেক ভিপি আবু আহমেদ, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা সালাউদ্দিন আশরাফি এবং মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফরিদ হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সামবেশে হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা ও কটুক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্ত মুলক শাস্তির দেওয়ার দাবী জানানো হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আসা ভারতের সকল পন্য বর্জন এবং বাংলাদেশ থেকে ভারতের হাইকমিশন প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।

আর//দৈনিক দেশতথ্য//১০ জুন-২০২২//