পশ্চিম বঙ্গের কলকাতার মৌলালী যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংষ্কৃতি সম্মেলনের বর্ষ বরণ অনুষ্ঠান। ২০ ও ২১ মে’র এই অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে বাঙালী কবি সাহিত্যিকরা ওই অনুষ্ঠানে এসেছিলেন।
দেশতথ্যের কলকাতা প্রতিনিধি শেখ সুমন জানিয়েছেন, ও্ই অনুষ্ঠানে ছিলেন কলকাতার জয়পুরিয়া কলেজের প্রিন্সিপাল ড, অশোক মুখোপাধ্যায়, সিটি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ তোফাজ্জল হক, বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী মানিক লাল বসাক, সাহিত্যক গীতিকণ্ঠ মজুমদার, সুকুমার রুজ, ব্যাংক আধিকারিক বিশিষ্ট নাগরিক ননীগোপাল ঘোষ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় ছিলেন বহুভাষী কণ্ঠ শিল্পি ডঃ শিবানী দাস এবং অনিল বরন ঘোষ, রত্না মুখার্জি, পলাশ চৌধূরী, প্রিয়াঙ্কা মজুমদার, রীনা দে, ডালিয়া মন্ডল, ডঃ সমীর মন্ডল সহ খ্যাতনামা শিল্পীবৃন্দ।
কবিতা পাঠ ও আবৃত্তিতে ছিলেন ডালিয়া দে, শিবশঙ্কর বক্সী, শীতল মহলদার, শিঞ্জিনী বসু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জয়পুরিয়া কলেজের প্রিন্সিপাল ডঃ অশোক মুখোপাধ্যায়, সিটি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ তোফাজ্জল হক, বিশিষ্ট নাগরিক ও সমাজসেবক শ্রীযুক্ত কনক কান্তি চক্রবর্তী, বিশিষ্ট নাগরিক ও সমাজসেবক শ্রীযুক্ত মানিক লাল বসাক, বিশিষ্ট নাগরিক ও সমাজসেবক শ্রীযুক্ত তপন দে, বিশিষ্ট নাগরিক শ্রীযুক্ত ননীগোপাল ঘোষ, কলকাতার ৪০ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুপর্ণা দত্ত, শ্রীমতী ইন্দ্রাণী দে (১০ নং ওয়ার্ড, পুরুলিয়া) শ্রীযুক্ত শান্তি রঞ্জন কুন্ডু কে (পৌরপিতা ৩২ নং ওয়ার্ড) সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও সম্বর্ধনা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠান সুন্দর পরিচালনা করে মাধুর্য ময়তায় ভরিয়ে দেন সংগঠন এর প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক সমাজসেবক ও সাংবাদিক ডঃ রাধাকান্ত সরকার ।
এবি//দৈনিক দেশতথ্য// মে ২৩,২০২২//