গাংনী প্রতিনিধি: আগামি ১০-ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা সভাপতি বাঁকা বিল্লার সভাপতিতে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, বিশ্ব মানবাধিকার সংস্থার মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক আল আমিন।
জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন খাঁনসহ মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দরা।
এসময় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনে বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Discussion about this post