পটুয়াখালীতে বিশ্ব মানসিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ অক্টোবর বেলা ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক লেকচার গ্যালারিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার।
আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন, মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার হোসাইন আহম্মেদ বিশ্বাস। সার্জারী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার দিপক চন্দ্র। মেডিসিন বিভাগের ডাক্তার মশিউর রহমান খোকন, গাইনি বিভাগের ডাক্তার বিনয় কৃষ্ণ গোলদার, আলোচনা সভায় মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ/